চাঁদপুর

চাঁদপুর পৌরসভার মাদক ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

চাঁদপুর পৌরসভার ১ম অন্তঃজেলা মাদক, বাল্য বিবাহ ও জঙ্গী বিরোধী ফুটবল টুনামেন্টের প্রস্তুতি সভা রবিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর সদর মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ারী উল্লাহ্ ওলি।

চাঁদপুর মডেল থানার (সিপিআই) মো. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন পুরান বাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই জাহাঙ্গীর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, লতিফ গাজী, হাজী শাহ আলম বেপারী, নাছির চৌকদার, মাইনুল ইসলাম পাটওয়ারী, মো. হাবিবুর রহমান দর্জি, মো. আলমগীর গাজী, মালেক দেওয়ান ও মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস। সভায় আগামী ১০ অক্টোবর টুনামেন্টের উদ্বোধন হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। টুনামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

চাঁদপুর স্টেডিয়াম, পুরাণ বাজার মধুসুদন স্কুল মাঠ, চাঁদপুর সরকারী কলেজ মাঠ ও বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁদপুর সদর উপজেলার মোট ১১৬টি দল ১ম অন্তঃজেলা মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১:১০ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Share