চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলকায় ডাকাতিয়ার তীর ঘেষে যেসব গুদারাঘাট রয়েছে।
এসব গুদারাঘাটে যাত্রী উঠা নামার কোন প্রকার সিঁড়ির ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে নৌকা এবং ট্রলার যাত্রীরা অনেক কষ্ট করে নৌকা এবং ট্রলার উঠানামা করতো। বড় স্টেশনের এসব গুদারাঘাট দিয়েই শরীয়তপুর, তারাবুনিয়া, রাজরাজ্বেশর, আলুর বাজারসহ চরাঞ্চলের বিভিন্ন শ্রেণীর মানুষজন আসা যাওয়া করে থাকেন।
চাঁদপুরে আগত ও চাঁদপুর থেকে পশ্চিম এবং উত্তরাঞ্চলের গ্রামের এসব নৌকা ও ট্রলারের যাত্রীদের সুবিধার জন্য চাঁদপুর পৌরসভা প্রশংসীয় উদ্যোগ নিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে দেখা গেছে বড় স্টেশনের রক্তধারা সংলগ্ন ডাকাতিয়ার তীরে একটি পাকা সিঁড়ি নির্মাণ করা হয়েছে। সেটিতে সিরামিকস, টাইলস দিয়ে সৌন্দর্য মন্ডিত করা হয়। খবর নিয়ে জানা গেছে চাঁদপুর পৌরসভার অর্থায়নে এ পাকা সিঁড়িটি নির্মান করা হয়। আর এই সিঁড়ি নির্মান করায়, গুদারাঘাটে আগত এবং নিজ নিজ গ্রামাঞ্চলে যাওয়া যাত্রীরা এই সিড়ি দিয়েই নৌকা এবং ট্রলারে চড়েন।
গুদারাঘাটে পাকা সিঁড়িটির ব্যবস্থা করায় অনেক যাত্রী সাধারণরা চাঁদপুর পৌর কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃর্তৃজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৪ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur