চাঁদপুর পৌরসভার পানির অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দাবির মানববন্ধনে অংশ নিয়ে আলোচনায় পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।
বুধবার (২৫ জুন) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে সড়কের অঙ্গীকার পাদদেশে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
মানববন্ধনে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, চাঁদপুরের পরিবেশ সংরক্ষণ আন্দোলন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাসহ পৌরবাসী ও সুশীল নাগরিকরা অংশ নেন।
প্রতিবাদ ও মানববন্ধন চলাকালীন সময়ে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া আসেন এবং উপস্থিত থেকে সকলের কথা শুনে যৌক্তিক দাবিগুলো পূরণ করার আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি বলেন, এখানে সংগঠনগুলো এবং পৌরবাসী যে দাবিগুলো উপস্থাপন করেছেন, আমিও তার সাথে একমত। পৌরসভায় পানির বিল বৃদ্ধি করায় সমস্যা হচ্ছে এটি আমি বুঝতে পেরেছি। মানববন্ধনে আমি অংশগ্রহণ করেছি যাতে সবাই বুঝতে পারে তাদের কষ্টের সাথে আমিও একমত। তবে বৃহত্তর সার্থে এই কষ্টটিকে সবাইকে মেনে নিতে হবে। কারণ চাঁদপুর পৌরসভার ২৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা যদি বিদ্যুৎ কেটে দেয়, তাহলে পানি উত্তোলন বন্ধ হয়ে যাবে। এখন হয়তো দাম দিয়ে কিনতে পারছেন কিন্তু বন্ধ হয়ে গেলে এই দাম দিয়েও কিনতে পারবেন না। তবে যৌক্তিক দাবি সমূহ পুনরায় পৌর পরিষদে পর্যালোচনা করে পানির মূল্য যেটি বৃদ্ধি করা হয়েছে তা কমিয়ে আনা যায় কিনা তাও বিবেচনা করা হবে। এছাড়া নিরাপদ পানি সরবরাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও শীঘ্রই আমরা কার্যকর করার চেষ্টা করছি।
মানববন্ধনে চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চাঁদপুর শাখার সভাপতি লেফটেন্যান্ট মো. শোয়েব, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের জেলা সভাপতি মোসাদ্দেক আল আকিব, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অহিদুর রহমান খান উৎপল, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের জেলা সভাপতি এডভোকেট আব্দুল কাদের খান, সম্পাদক আলমগীর বন্দুকশী, পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আব্দুস শুক্কুর মস্তানসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৫ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur