Home / চাঁদপুর / চাঁদপুর পৌরসভার পানির বিল বৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ প্রকাশ
jamat

চাঁদপুর পৌরসভার পানির বিল বৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ প্রকাশ

চাঁদপুর পৌরসভার গ্রাহকদের পানির বিল বৃদ্ধির প্রতিবাদে গ্রাহকগন পৌরসভার সামনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন। হটাৎ করে পানির বিল বৃদ্ধি পৌরসভার জনগন মেনে নেয় নাই।

তাছাড়া ময়লা পানি সর্বরাহে গ্রাহকগন অসন্তুষ্ট। পৌরসভার অযৌক্তিক পানির বিল বৃদ্ধি না করার আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন ও সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এক বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ গ্রাহকদের দাবী মেনে নিয়ে সেবার মান বৃদ্ধির আহবান জানান।

বিগত ফ্যাসিবাদী সরকারের মদদপুষ্ট কর্মকর্তাগনে দূর্নীতি ও লুটপাটের কারনে কোটি টাকার বিদ্যুৎ বিলের বকেয়ার দায়ভার গ্রাহকগন বহন করতে পারেনা।

অবিলম্বে বর্ধিত পানির বিল প্রত্যাহারের আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী।

স্টাফ করেসপন্ডেট, ১৯ জুন ২০২৫