চাঁদপুর পৌরসভার আয়োজনে বেশ কয়েকজন কার্যালয়ের কর্মকর্তার বিদায়, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় পৌঊর সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা’র অবসরজনিত বিদায় এবং তার স্থলে নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারকে কর্মস্থলে বরণ করা হয়। একই অনুষ্ঠানে শহর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত ইসলামকে বদলীজনিত বিদায় ও তার স্থলে মো. সোহরাব হোসেনকে কর্মস্থলে বরণ, প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারকে বদলীজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া (উপসচিব) পৌর প্রশাসকের ব্যক্তিগত সরকারি মো. জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী গন, ক্যাশিয়ার এবং সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা’ চাঁদপুর পৌরসভা ১৮ বছর কর্মরত ছিলেন। এখান থেকেই তিনি কর্মজীবন শেষ করে অবসরে গেলেন। বিদায়ী বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঞা’ বলেন, চাঁদপুর পৌর এলাকার সকল শ্রেণী পেশার মানুষ খুবই ভাল। এই শ শহরের মানুষ এবং আমার সহযোদ্ধাদের কথা চিরজীবন মনে থাকবে। সভা শেষে বিদায়ী অতিথিকে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পৃথক পৃথক উপহার প্রদান করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ১ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur