চাঁদপুর

চাঁদপুর পৌরসভার নিরাপদ পানি পরিকল্পনা বাস্তবায়নে আলোচনাসভা

চাঁদপুর পৌরসভার নিরাপদ পানি পরিকল্পনা বাস্তবায়নে হোটেল রেস্তোঁরা মালিক, তাদের প্রতিনিধিদের নিয়ে নিরাপদ পানি ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে মতবিনিময় সভা বুধবার বিকাল ৩টায় চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পিএমআইডি এর অর্থায়নে ও চাঁদপুর পৌরসভা ও সিসিডিএস এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় নিরাপদ পানি কি? হোটেল রেস্টুরেন্টে কেন নিরাপদ পানি প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পৌর মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহাবুদ্দীন আহমেদ।

সিসিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ সেলিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সিসিডিএস এর প্রোগ্রাম অফিসার সাংবাদিক জামাল আহমেদ আখন্দ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি এম এ লতিফ প্রমুখ।

সভায় উপস্থিত সকলেই নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম হলে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৮:০৯  পিএম, ২৫ নভেম্বর ২০১৫, বুধবার

এমআরআর

 

Share