চাঁদপুর

চাঁদপুর পৌরসভার দরজা সকলের জন্য উন্মুক্ত : পৌর মেয়র

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে বলেন,‘চাঁদপুর পৌরসভার দরজা সকলের জন্য উন্মুক্ত। চাঁদপুর পৌরসভার যেকোনো নাগরিকদের জন্য তাঁর দরজা খোলা রয়েছে। পৌর সেবা গ্রহণে সরাসরি পৌর নাগরিকগণ তাঁর সাথে কথা বলতে পারবেন এবং পৌরসভার কাউন্সিল,কর্মকর্তা-কর্মচারীগণ সততার মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলেন। বিদ্যুৎ অপচয় রোধ,পানি সংযোগ ব্যবস্থা ও কর পরিশোধ,রাস্তাঘাট উন্নয়ন, সড়ক নির্মাণ ও বিপনিবাগ বাজার সংস্কার করার উদ্যোগ গ্রহণ করার কথা বলেন ।’

১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় কালে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো.ইকবাল পাটোয়ারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহিম বাদশা।

তিনি বলেন ,‘ পৌরসভার বিভিন্নখাতের ব্যয় সংকোচ , অনাদায়ী রাজস্ব আদায়ের কথা উল্লেখ করে বলেন, গত ৩ মাসে পৌরসভার স্কুল সরকারিকরণে উদ্যোগ গ্রহণ , বিদ্যুৎ ও পানি অপচয় রোধ ও বকেয়া বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ, চাঁদপুর পৌরসভার অভ্যন্তরে শৌচাগার নির্মাণ, লেকের পাড়ের সৌন্দর্যবর্ধন,শহরের যানজট নিরসনে উদ্যোগ,বিপনিবাগ বাজার সংস্কার করা উদ্যোগ গ্রহণ করার কথা বলে সাংবাদিকদের জানান।’।

এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য আকারে প্রস্তাব রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী,অধ্যাপক জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন,সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল্লাহ,শরীফ চৌধুরী, লক্ষণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, তালহা জুবায়ের , মুনির চেীধুরী , আবদুল আউয়াল রুবেল, মো. জাকির হোসেন, আবুল কালাম আজাদ, কেএম মাসুদ, আশিক বিন রহিম ।

আবদুল গনি , ১ ফেব্রুয়ারি ২০২১

Share