চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং এর কার্যকরী কমিটির প্রথম সভা রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল কার্যালয়ে ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ে প্রাণ সঞ্চার হচ্ছে। উন্নয়নশীল দেশে প্রর্দাপন করতে হলে আইন শৃঙ্খলার বিকল্প নেই। আমরা সমাজের সকল অসংগতি দূর করতে কাজ করবো। শহরের আইন শৃঙ্খলা রক্ষায় যারা কমিটিতে আছে তারাই দায়িত্বশীল নাগরিক হিসেবে অপরাধ সংগঠিত হওয়ার পূর্বে থানাকে অবহিত করবেন।
পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ, সিপিঅাই ইন্সপেক্টর অাব্দুর রব, সহ সভাপতি ডাঃ মিজানুর রহমান খান, শরীফ মোঃ অাশ্রাফুল, যুগ্ম সম্পাদক সামীম অাহমেদ খান, ইসমত অারা সাফি বন্যা, কোষাধ্যক্ষ ডাঃ বিশ্বনাথ পোদ্দার, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক কানিজ আয়েশা কবিতা, সদস্য গোপাল সাহা, খালেদা খানম, তানভির আরিফ মিয়া, আকলিমা শিউলি, অভিজিত রায়, রাখী মজুমদার, মোঃ আহসান হাবিব, সাখাওয়াত আহসান শাকিল প্রমূখ।
সভার সীধান্ত সমূহ: ১৫ টি অঞ্চলের ১২৭ জন টহল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ। প্রতি মাসের তৃতীয় সপ্তাহের শনিবার সন্ধ্যায় সভা। ফোন গাইড প্রকাশনা।
বার্তা কক্ষ, ৩০ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur