চাঁদপুর

চাঁদপুর পুলিশ সুপার আমির জাফর বদলি

‎Thursday, ‎04 ‎June, ‎2015  06:55:40 PM

চাঁদপুর টাইমস রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলির প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়েছে।

এ তালিকায় চাঁদপুর পুলিশ সুপারের নামও রয়েছে। জানা যায়, চাঁদপুর পুলিশ সুপার আমির জাফরের পরিবর্তে পর্যটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন নাহার নতুন পুলিশ সুপার হয়ে চাঁদপুরে আসছেন।

 

পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদকে পঞ্চগড়ের পুলিশ সুপার, পর্যটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন নাহারকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেনকে মাদারীপুরের পুলিশ সুপার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাককে বরগুনার পুলিশ সুপার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জিকে নাটোরের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজালালকে মৌলভীবাজারের পুলিশ সুপার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিনকে জামালপুরের পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার নিশারুল আরিফকে রাজশাহীর পুলিশ সুপার, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে নেত্রকোনার পুলিশ সুপার, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে ঝালকাঠির পুলিশ সুপার, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে বান্দরবানের পুলিশ সুপার, ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলীকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার, মোছা: ফরিদা ইয়াসমিনকে ডিএমপি’র উপ-কমিশনার, ১ম এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহীনা আমিনকে হাইওয়ে পুলিশের প্রশাসন ও প্লানিং বিভাগের পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানকে ডিএমপি’র উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়।

এছাড়া অন্যদের শিল্প, নৌ, বিমানবন্দর পুলিশ, ডিএমপি, পুলিশ অধিদপ্তর ও সিআইডিতে বদলি ও পদায়ন করা হয়েছে। পদায়ন ও বদলী হওয়া পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।

চাঁদপুর টাইমস/এএস/ডিএইচ/কেএমইজে

Share