চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের কোড়ালিয়া রোড গাজী বাড়িতে চাঁদপুর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) মোঃ সেলিম বাল্য বিবাহের প্রস্তুতির নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করে দেন।
লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রী কোড়ালিয়া রোড গাজী বাড়ির ভ্যান চালক মান্নানের মেয়ে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম চাঁদপুর টাইমসকে জানান, বাল্য বিবাহের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিবাহ বন্ধ করা হয়।
পরিবারের কয়েকজন সদস্যের সাথে আলাপকালে জানা যায়, শহরের বাবুরহাট এলাকার প্রবাসী ছেলের সাথে কনের বিবাহ ঠিক হয়। পুলিশ এসে কনের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে গেইট খুলে ফেলার নির্দেশ দেয়। এ খবর বর পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার বাল্য বিবাহ রোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বাল্য বিবাহের প্রস্তুতির নেওয়া হচ্ছে শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিবাহ বন্ধ করা হয়।
স্পেশাল করেসপন্ডেন্ট|| আপডেট: ০৭:১৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর /এমআইএ