চাঁদপুর

চাঁদপুর পুলিশ বিভাগে ১৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্প চলমান

চাঁদপুর পুলিশ বিভাগে গণপূর্ত বিভাগ চলতি অর্থবছর ১৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৭ টি প্রকল্প সরকারিভাবে বাস্তবায়ন করছে। এরমধ্যে ২০১৬-১৭, ২০১৮-’১৯ অর্থবছরের মধ্যে ৭ টি প্রকল্প সম্পন্ন হওয়ার সম্ভাবনা কথা গণপূর্ত বিভাগ চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর গণপূর্ত বিভাগ সবক’টি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে । বাস্তবায়িত প্রকল্পের মধ্যে রয়েছে । পুলিশ বিভাগের ১০১ টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্লানে নির্মাণ প্রকল্পের আওতায় ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে চাঁদপুর মডেল থানার নতুন আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছে। যার কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।

ওই প্রকল্পের আওতায় ১ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে চাঁদপুর জেলার নতুন বাজার পুলিশ ফাঁড়ি নির্মাণ হয়েছে।

পুলিশ তদন্ত কেন্দ্র নিমাণ প্রকল্পের আওতায় ৩ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে চাঁদপুর জেলার শাহারাস্তির উঘারিয়া তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে । যার কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে বাকি কাজ চলতি মাসেই শেষ হবে।

বাবুর হাট চাঁদপুর পুলিশ লাইনে বহুতল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রারণে ১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে হচ্ছে। যার কাজ ৯৮ % সম্পন্ন হয়েছে। বাকি কাজ চলতি মাসে শেষ হবে।

চাঁদপুর পুলিশ লাইনের ভেতর ৬ তলা বিশিষ্ট মহিলা পুলিশ ব্যারাক নির্মাণে ৩ কেটি ১০ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হচ্ছে। যার ৪০ ভাগ কাজ চলতি মাসে সম্পন্ন হবে।

হাজীগঞ্জ সার্কেলের এএসপি অফিস কাম বাসভবন নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। মহিলা পুলিশ ব্যারাকে স্যানিটেশন, বিদ্যুৎ ও অন্যান্য কাজের ব্যয় বাবদ ১ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ই-টেন্ডারে দরপত্র আহবান করা হয়েছে।

এসব প্রকল্পের বিষয়ে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় জানান, ‘জনসাধারণের আধুনিক সেবা ও রেকর্ড সংগ্রহের জন্য চাঁদপুরের জনসাধারণের চাহিদা পূরণে চাঁদপুর মডেল থানার ভবন সম্প্রসারণ এরইমধ্যে শেষ হয়েছে। পুলিশ লাইনে মহিলা কনস্টেবলদের আবাসিক ব্যবস্থার জন্যে যে ব্যরাক নির্মাণ হচ্ছে তাতে মহিলা পুলিশদের সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা থাকছে।’

প্রতিবেদক : আবদুল গনি
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৪০ পিএম, ১৬ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share