চাঁদপুর

সমাজিক দূরত্ব বজায় রেখে চাঁদপুর পুলিশের ব্যাতিক্রমী খাদ্য সহায়তা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁদপুর জেলা পুলিশ এক অনন্য ভূমিকা পালন করছেন। তারা একদিকে যেমন সাধারণ মানুষকে বিনয়ের সাথে সচেতন করে তুলছেন। আবার নির্দেশনা অমান্যকারীদের ক্ষেত্রে কঠোর হচ্ছেন।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দিনের মতো শহরের বড়স্টেশন মোলহেডে সমাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মাঝে কিছুটা ভিন্ন পন্থায় এই খাদ্য সহায়তা তুলে দিয়েছেন।

চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশ প্রতিদিন চাঁদপুর শহরে শতাধিক দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের মাঝে চাল-ডাল-তেল-নুন,আলু সহ বিভিন্ন খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.জাহেদ পারভেজ চৌধুরী বলেন, আপনারা যারা সমাজের নিম্ন আয়ের মানুষ তাদের জন্যে সরকার নানাভাবে সহায়তা করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও এগিয়ে এসছে। চাঁদপুরের মান্যবর পুলিশ সুপার স্যারের নেতৃত্বে নেতৃত্বেও জেলা পুলিশ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা তুলে দিচ্ছে। এখন আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ, আপনারা এই দুর্যোগকালিন সময়টা ঘরে থাকুন। আপনারা নিজেরা ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন।

এমসয় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,চাঁদপুর মডেল থানা ওসি মো. নাসিম উদ্দিন, ওসি তদন্ত হারুনুর রশীদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এই দিনে বেলা ১টায় চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৩১ মার্চ ২০২০

Share