চাঁদপুর শহরের পুরানবাজার রয়জ রোডে জনি ইলেকট্রিক নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২০ মে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। চোরের দল দোকানের তালা কেটে বহু মালামাল (তার, ফ্যান ইত্যাদি) এবং নগদ ১১ লাখ ৭৬ হাজার টাকা চুরি করে নিয়া গেছে।
এ বিষয়ে দোকান মালিক মধ্য শ্রীরামদী টিজি রোড এলাকার মোঃ হানিফ দিদার চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রে তিন উল্লেখ করেন, মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে সার্টার খোলা, প্রয়োজনীয় মালামাল তছনছ অবস্থা এবং ড্রয়ার ভাঙ্গা দেখতে পান। এতে তিনি দোকানে চুরি হয়েছে বলে বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়া বিষয়টি দোকানের পাশ্বে সি.সি. টিভি ক্যামারায় জব্দ আছে বলে তিনি উল্লেখ করেন । চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোর শনাক্তে তিনি চাঁদপুর জেলা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার, ২১ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur