চাঁদপুর পুরানবাজারস্থ শহর রক্ষা বাঁধ এলাকার হঠাৎ মেঘনার ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের আঘাতে দেবে গেছে শহর রক্ষা বাঁধের বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক স্থানে ।
আজ সোমবার ৫ এপ্রিল ভোরে এ ঘটনা ঘটে।
নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,পুলিশ সুপার মো.মিলন মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পৌর মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল,চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ,কাউন্সিলর মালেক শেখসহ প্রশাসন,পানি উন্নয়ন বোর্ডের কর্তাব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।
তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসীকে আশস্ত করেন।
চাঁদপুরের পুরানবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন,‘ নদীতে আকস্মিক ঢেউয়ের আঘাতে নদী তীরের কিছু বালু ভর্তি জিও ব্যাগের বস্তা এবং ব্লক তলিয়ে গেছে। যা পুরান ফায়ার সার্ভিস থেকে হরিসভা প্রাঙ্গণ পর্যন্ত এলাকা হবে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ’
স্টাফ করেসপন্ডেন্ট, ৫ এপ্রিল ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur