চাঁদপুর

চাঁদপুর পুরাণ বাজার থেকে চিহ্নিত সন্ত্রাসী ‘তারা সুমন’ আটক

‎Monday, ‎18 ‎May, ‎2015    03:47:11 AM

স্টাফ  করেসপন্ডেন্ট:
চাঁদপুর পুরাণ বাজার থেকে চিহ্নিত সন্ত্রাসী ‘তারা সুমন’ আটক করা হয়েছে। গভীর রাতে ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক তাঁরা সুমন পূর্ব জাফরাবাদ এলাকার টেলু পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অপরের জমি থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা রয়েছে। মামলা নং ৩২ তাং ২০/০৪/২০১৫ ইং।

আটক টেলুকেও চাঁদাবাজি মামলায় রোববার আদালতে পেরণ করা হয়।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এএস/ডিএইচ/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share