May 18, 2015 @ 03 : 59 AM
আশিক বিন রহিম, চাঁদপুর :
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে বিভিন্ন অসামাজিক কাজে সাথে জড়িত থাকার অভিযোগে পতিতা রুনা (২২) কে আটক করেছে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা চাঁদপুর টাইমসকে জানান, শনিবার রাত দেড়টায় শহরের পুরাণবাজা হরিসভা রোড়ে বৌবাজার এলাকার কিছু বখাটে যুবকের সাথে থাকা অবস্থায় রুনাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
আটক পতিতা রুনা চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার মুন্সিরহাট এলকার হাসমত উল্লাহর মেয়ে। সে শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ছাড়াও চুরি, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
রোববার চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার দুলাল চন্দ্র সূত্রধর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুনাকে ৩মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।