চাঁদপুর থেকে দক্ষিণাঞ্চল জেলাগুলোর সাথে যোগাযোগের অনত্যম মাধ্যম নতুন বাজার- পুরণবাজার সেতুর সংযোগ সড়কে বেশ কিছুস্থানে বড় দু’টি গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সেতুর উপর দিয়ে চলাচলরত ছোট-বড় যানবাহন ও সাধারণ পথচারিরা অকেটাই ঝুঁকির মধ্যে সেতু পারাপার হচ্ছে।
স্থানীয়দের দাবি, গর্তগুলো ছোট হলেও যে কোনো সময় এর কারণে বড় ধরণের দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের ভারী বর্ষণে সড়কের পুরাণবাজার প্রান্তের রাস্তাটির প্লাস্টার সরে গিয়ে সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
রোববার (২৯ মে) বিকেলে ঘটনাস্থে গিয়ে নতুন বাজার- পুরণবাজার সেতুর দুইপ্রান্তে বড় বড় দুটি গর্তের দেখা পাওয়া যায়।
সেতুর নতুনবাজার প্রান্তে সংযোগ সড়কের ঠিক উপরে পূর্ব পাশ্বের একটি টং দোকানের কাছে অনেকদিন আগের ছোট গর্ত বর্তমানে বড় আকার ধারণ করেছে। ওই স্থানের প্লস্টার করা প্রলেপের প্রায় ৫ ফুট জায়গা থেকে কংক্রিট সরে গেছে।
সড়কের পূর্ব প্রান্তের গর্তটিও মারাত্মক আকার ধারণ করেছে। ওই গর্তটির স্থান দিয়ে মূলত পথচারী চলাচল করে থাকে। তবে কখনো কখনো বড় যানবাহনগুলো একটি আরেকটিকে পাশ কাটিয়ে যেতে চাইলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার মুখে পড়তে পারে বলে সেতু দিয়ে চলাচলরত বেশ কয়েজন চালক জানিয়েছে।
তাদের দাবি অনেকদিন ধরে ওই স্থানগুলোতে ছোট দুটি গর্ত ছিলো। গত কয়েকদিন আগের ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ও ভারী বৃষ্টিপাতে ওই স্থানের কংক্রিট সরে গিয়ে গর্তগুলি বড় বড় আকার ধারণ করেছে।
কর্তৃপক্ষ ওইস্থানে দ্রুত মেরামত কাজ না করলে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
অপরদিকে ভারী বর্ষণে সেতুর পুরাণবাজার প্রান্তের রাস্তাটির প্লাস্টার সরে গিয়ে বড় ধরনের ডোবাকৃতি সৃষ্টি হওয়ায়
সামান্য বৃষ্টিতেই সড়কের নিচের অংশে জলাবদ্ধতা দেখা দেয়।
]আশিক বিন রহিম[
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩৭ পিএম, ২৯ মে ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur