মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ স্থানীয় আড়ত পট্টিতে অনু্ষ্িঠত হয়। শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ’র সভাপতি সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,পরিচালক হাজী কাশেম গাজী, সালাহ উদ্দিন মো.বাবর,চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সফিকুল ইসলাম সেলিম,ওয়ার্ড আ’লীগ সভাপতি মোশারফ হোসেন মাণিক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন ব্যবসায়ি নাজমুল হোসেন পাটওয়ারী, নেপাল চন্দ্র সাহা,শম্ভুনাথ সাহা,টুটু সাহা ও হাজী মোতালেব মৃধা। লেবার ইউনিয়নের সভাপতি সামছল সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খানের পরিচালনায় আরো বক্তব্যে রাখেন সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন দেওয়ান,সহ-সম্পাদক মো.সেলিম প্রধানিয়া,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দেওয়ান,শ্রমিক নেতা আ. খালেক সর্দার,রিপন চৌধুরী, আবুল সর্দার,পানু সর্দার, আ. হক সরদার,আনোয়ার হোসেন সর্দার প্রমুখ।
শ্রমিকরা তাদের বক্তব্য বাজারের রাস্তাগুলোর দুরবস্থা,ঘাট নেই ও আলোর স্বল্পতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চেম্বার নেতৃবৃন্দ শ্রমিকদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।সমাবেশে চাঁদপুর জেলা শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের সকল ব্যবসায়ী গদিঘরের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক :আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৯ :১০ পিএম, ১ মে ২০১৭, সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur