চাঁদপুর শহরের পুরাণ বাজারে ভোক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বিকেলে শহরের পুরানবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক নয়ন স্টোর এর আহসা এর ছেলে নয়নকে ১ হাজার টাকা, ইউনুছ খানের ছেলে মাহবুবকে ৫০০ টাকা, মকবুল হোসেনের ছেলে রুবেল পাটোয়ারীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পেশকার মোঃ জহিরুল ইসলাম, পুলিশ সদস্যবৃন্দ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
মাজহারুল ইসলাম অনিক,২৫ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur