চাঁদপুর শহরের পুরাণ বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জাহিদ মাহমুদ হাসান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ আগষ্ট) দুপুর দেড়টার দিকে তাঁকে পুরাণ বাজার মধূসুদন উচ্চ বিদ্যালয় সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।
মাহমুদ হাসান শহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদী এলাকার নেছার আহম্মেদ এর ছেলে বর্তমানে শহরের গুয়াখোলা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, উল্লেখিত আসামীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে যাবজ্জীবন সাজা হয়েছে। যার মামলা নং-৯৮/২০০৫। ওই মামলার ওয়ারেন্টের আলোকে পুরানবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করেন। সে ৭ কেজি হিরোইনসহ আটক হওয়ায় মাদক আইনের তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওয়ালী উল্যাহ ওলি বিষয়টি নিশ্চিত করে জানান,‘আসামী জাহিদ মাহমুদ হাসান মডেল থানা হেফাজতে রয়েছে।’
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৬: ৩৫ পিএম,৩০ আগস্ট ২০১৮,বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur