চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা পুরানবাজার মনজিদ পট্টি এলাকায় মেসার্স মনির ট্রেডার্সের নতুন গদীঘর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১মে বৃহস্পতিবার বেলা ১১টায় নতুন গদীঘরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই দিন মনির ট্রেডার্সের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন, মেসাস মনির ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী মো. মনির ঢালী, নতুন গদি ঘরের ভবন মালিক মো. খোরশেদ বেপারী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খলিল বেপারী, হাফেজ ফরিদ, লোকমান বেপারী, মোস্তফা মুন্সি, ফারুক আখন্দ, খোরশেদ আখন্দ, মানিক বেপারী, মাসুদ ভূইয়া, আলী আকবর শেখ, মেহেদী হাসান, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিমসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গদীঘরের কর্মচারীবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মেসাস মনির ট্রেডার্সের পরিচালক মো. দুলাল মৃধা।
উল্লেখ্য : মেসার্স মনির ট্রেডার্স পুরানবাজার মসজিদ পট্টি এলাকায় বহু বছর ধরে সুনামের সাথে পেঁয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন কাঁচামাল পাইকারি বিক্রি করে আসছে। তাদের ভাড়ায় চালিত পুরোনো গদীঘরের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে পাশ্ববর্তী মো. খোরশেদ ব্যাপারীর মালিকানাধীন গদিঘরে মেসার্স মনির ট্রেডার্সের ব্যবসা কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১১ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur