চাঁদপুর শহরের পুরাণবাজার ১নং ঘাট এলাকায় বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
এর মধ্যে একটি মোবাইল সামগ্রীর দোকান অপরটি বিস্কুটের বেকারী।
বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিস দক্ষিণ মুঠোফোনে চাঁদপুর টাইমসকে নিম্চিত করেছেন।
তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস দক্ষিণ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক সট সাকিট থেকে এ অগ্নিকান্ডের সূত্র পাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে সোহেলের স্টেশনারী দোকান, খোকা মিঝির ফোনের দোকান ও আনিছের চায়ের দোকানের আংশিক পুড়ে গেছে। এতে করে ৩টি দোকানের প্রায় পৌনে ৩লাখ টাকার মতো ক্ষতি সাধন হয়েছে। সোহেলের ও খোকা মিঝির দুটি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট : : আপডেট, বাংলাদেশ সময় ০৫:২০ পিএম, ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ