চাঁদপুর

চাঁদপুর পুরাণবাজারে পলিথিনের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ।

এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদের দায়ে মাধ্যেমে ৩ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে মোট ১৫ হাজার টাকা এবং প্রায় ৬২ কেজি পলিথিন জব্দ করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন চাঁদপুর জানান, অভিযান পরিচালনাকালে বাজারের দোকানে দোকানে ঘুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বর্জনের পরামর্শ প্রদান করা হয়। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন-এর বিরুদ্ধে অত্র কার্যালয়ের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পুরান বাজার জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স ভাই ভাই স্টোর , মেসার্স প্রবীর সাহা স্টোর , মেসার্স বিসমিল্লাহ পেপার হাউজ ।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনোযারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৩৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ

Share