চাঁদপুর শহরের পুরাণবাজারে মঙ্গলবার (৫ মার্চ) রাত ২টায় রাতে পথচারীদের হাত-পা বেঁধে কমান্ডো স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। নদী পথে (মেঘনা) ট্রলার যোগে আসা একদল ডাকাত এ ঘটনা ঘটায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানায়, ওই দিন রাত ২টার দিকে সে বাড়ি থেকে পুরাণ ফায়ার সার্ভিস এলাকায় এলে হঠাৎ একদল ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকেসহ বেশ কয়েকজন পথচারিকে হাত পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা স্থানীয় একটি স্বর্ণের দোকানে একটি সিন্ধুক এবং হাত পা বেঁধে রাখা পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে স্বর্ণের দোকানি জানায় ডাকাতকতৃক নিয়ে যাওয়া সিন্ধুকটি খালি ছিলো।
খবর পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের এএসপি হেটকোয়াটার শাকিল আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
প্রত্যক্ষদর্শীদের ধারণা শরিয়তপুর বা মোহনপুর থেকে ডাকাতরা নদী পথে এই ঘটনা ঘটিয়েছে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]আশিক বিন রহিম[/author]
: আপডেট ১২:০৬ পিএম, ৬ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur