১৯ নভেম্বর বোববার সারা দেশের ন্যায় চাঁদপুরেও একযোগে শুরু হয়েছে প্রাথমিক-এবতেদায়ী পরীক্ষা। দুপুর ১২টায় শহরের হাসান আলী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডর।
এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীরা যাতে সচ্ছ ও সুন্দর পরিবেশে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সেটি নিশ্চিত করনে পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকদের অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, শহরের হাসান আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গিয়াস উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
এদিকে জেলায় প্রাথমিক ও ইবতদায়ী সমাপনী পরীক্ষায় ১ম দিনেই ২ হাজার ১ শ’ ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৩ শ’ ৫৫ জন এবং ইবতদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৭৬০ জন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: পডেট, বাংলাদেশ ১১ : ৩৩ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ