উপজেলা সংবাদ

চাঁদপুর পালবাজারে চাঁদা দাবিতে লুটপাট ভাংচুর : আহত ৪

‎Thursday, ‎16 ‎April, ‎2015  01:45:01 PM

শরীফুল ইসলাম :

চাঁদপুর শহরের পালবাজার এলাকার কুমিল্লা রোডস্থ মেসার্স মৃধা ট্রেডার্সে মালিকের কাছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চেয়ে না পাওয়ায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সন্ত্রাসীরা অ¯্ররে ভয় দেখিয়ে ক্যাশ বাক্স খুলে মাল বিক্রির ৮ লাখ ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে। এসময় তাদেরকে বাধা দিলে দোকানে থাকা ম্যানেজারসহ ৪জনকে কুপিয়ে জখমকরে।

এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মৃধা ট্টেডার্সের কাঁচামাল নিয়ে প্রতিদিন মালবাহী ট্টাক ১০ নাম্বার ঘাট ব্রিজের নিচে এসে অবস্থান করার পর মালামাল আনলোড করা হয়। স্থানীয় চাঁদাবাজ স্ট্যান্ড রোডের কালাম গাজী (৩২), সাকিল (২২), নাঈম গাজী (২২), আকবর গাজী (৪৫), কশাই শাহাজাহান (৩৫)সহ কয়েকজন মৃধা ট্টেডার্সে এসে চাঁদা দাবি করে।

চাঁদাবাজরা হুমকি দেয় মালামাল আনলোড করতে হলে আমাদেরকে মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে। তাদের কথামত বিগত দিন ধরে মৃধা ট্টেডার্সের মালিক মো. ফারুক মৃধা ব্যাবসার কথা চিন্তা করে তাদেরকে ১০ হাজার টাকা দিয়ে আসছিল।

বুধবার দুপুরে ঢাকা মেট্ট (ড) ১৪-১৮৮৯ একটি ট্টাক কাচামাল নিয়ে চাঁদপুরে পালবাজারের কয়েকটি আড়েৎর মাল আনলোড করছিল, এসময় উল্লেখিত চাঁদাবাজরা মৃধা ট্টেডার্সে এসে বড় ভাইয়ের নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ওইসময় তারা দেশীয় অ¯্র নিয়ে মৃধা ট্টেডার্সে হামলা চালায়। মৃধা ট্টেডার্সের ক্যাশিয়ার স¤্রাটপালকে আহতকরে মেরে ফেলার হুমকি দিয়ে ক্যাশবাক্স খুলে ৮লাখ ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিলে ম্যানেজার আমিনুল, অফিস স্টাফ আকতার, টিটুকে কুপিয়ে আহত করে।

তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

মৃধা ট্টেডার্সের মালিক মো. ফারুক মৃধা জানান, চৈত্র মাসের বকেয়া টাকা ব্যাসায়ীদের কাছে ব্যাংক বন্ধ থাকার কারণে সেই টাকা ক্যাশে রাখা হয়। স্থানীয় সন্ত্রাসীদের চাঁদার টাকা না দেওয়ায় তারা হামলা চালিয়ে অ¯্ররে ভয় দেখিয়ে ভাংচুর করে টাকা লুট করে নিয়ে যায়। বৈশাখের প্রথমে পালবাজারে সন্ত্রাসীর হামলার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এসকল চাঁদা বাজদের দমন করার জন্য সকল ব্যাবসীয়রা এক জোট হয়ে তাদের প্রতিহত করবে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পালবাজার ব্যসায়ীরা।

চাঁদপুর টাইমস : এমআরআর/এসআই/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes

Share