চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ম্যাকানিকাল দপ্তরে বাগাদী নানুপুর ও লক্ষ্মীপুর জেলার হাজীমারা সুইজ গেইটের টেন্ডার প্রক্রিয়া মঙ্গলবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টায় সকল ঠিকাদারের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
নির্বাহী প্রকশৌলী শওকত আলী টেন্ডার উন্মোচন করে।
এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের মেসার্স খান এন্টারপ্রাইজের মালিক মোঃ সোহেল খান প্রাথমিক পর্যায়ে নানুপুর সুইচ গেইটের এক বছরের ইজারা পেতে প্রাথমিক ভাবে নির্বাচিত হন।
জানা যায়, নানীপুর সুইচ গেইটটি ভেতর দিয়ে নৌযান চলাচলের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও ইজারা দিতে সরকার ট্রেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারদের আহ্বান করেন।
চাঁদপুরে মনির মিজি ১৩ লক্ষ বিরাশি হাজার টাকা নান্নু ৮লক্ষ ও সর্বোচ্চ ইজারাদার হিসেবে মোঃ সোহেল খান ১৩ লক্ষ ৯৫ হাজার টাকা দরপত্র জমা দেন।
এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাহী প্রকৌশলী শওকত আলী সোহেল খানকে নির্বাচিত করে।
তিনি জানান অফিসিয়াল কার্যক্রম শেষে তাকে ঘোষণা দেয়া হবে।
শাওন পাটোয়ারী[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur