চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে।

২৩ অক্টোবর শনিবার সকালে সদর উপজেলার রালদিয়া এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ১শ বছরে ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আর শেখ হাসিনা সরকার ১৭বছরে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। একেই বলে নেতৃত্ব। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে ১ম ৫ বছরে ২৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন।

চাঁদপুর পবিস-২ সমিতি বোর্ডের সভাপতি মোঃ আলীম আজম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।

উল্লেখ্য, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত সদর দপ্তর কমপ্লেক্সে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share