Home / চাঁদপুর / চাঁদপুর পল্লী উন্নয়ন বোর্ডের গতবছর ১৬ কোটি টাকা ঋণ বিতরণ
news-tk-
প্রতীকী ছবি

চাঁদপুর পল্লী উন্নয়ন বোর্ডের গতবছর ১৬ কোটি টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড , চাঁদপুর (বিআরডিবি) ২০১৯-২০ অর্থবছরে ১০টি প্রকল্পের মাধ্যমে ১৬ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করেছে । ২০১৯-২০ অর্থবছরে বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকা ।

পল্লী উন্নয়ন বোর্ড, চাঁদপুরের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে ১৯ আগস্ট এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্য মতে, প্রকল্পগুলো হলো : ফসলি ঋণ, আবর্তক কৃষি ঋণ, পদাবিক,সদাবিক, মহিলা উন্নয়ন অনুবিভাগ, নিজস্ব তহবিল ঋণ ,পল্লী প্রগতি প্রকল্প, অসচ্ছল মুক্তিযোদ্ধা প্রকল্প, আদর্শগ্রাম ২ প্রকল্প এবং গুচ্ছ গ্রাম প্রকল্প ।

এসব প্রকল্পে ২০১৯- ২০২০ অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৫ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা।

এছাড়াও জেলার ৮ উপজেলায় ওই অর্থবছরে ৪ হাজার জন উপকারভোগী সদস্যদেরকে আর্থিক ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ৩ হাজার ১ শ ২০ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে ঔ সূত্রে জানা গেছে ।

আবদুল গনি , ১৯ আগস্ট ২০২০