চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ অফিসের মাঠে সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি ও এলাকা পরিচালক এম এ মালেকের সভাপতিত্বে প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও ডাটা এন্টি অপারেটার হাফসা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
আরোও বক্তব্য রাখেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির বোর্ডের সহ-সভাপতি মোহাম্মদ আলীম আজম রেজা, সচিব ও এলাকা পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ ও মনোনীত এলাকা পরিচালক মোঃ ওমর ফারুক, এলাকা পরিচালক মোহাম্মদ নুরুল হক মিয়া, এলাকা পরিচালক মোঃ নুরুন্নবী পাটওয়ারী, মোঃ মাকসুদ আলম পাটওয়ারী, মনোনীত এলাকা পরিচালক মোঃ মকবুল হোসেন, মোঃ ফরিদ আহমেদ, মহিলা পরিচালক নাসরিন আক্তার, নাজমা আক্তার, আয়েশা সিদ্দিক প্রমূখ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৬ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur