Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত
পলিটেকনিক

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত

‘স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশের ন্যায় কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে বর্নাঢ্য র‌্যালি করা হয়। উক্ত র‌্যালীটি ইনস্টিটিউট গেইট থেকে শুরু করে কড়ইয়া বিশ্বরোড প্রদক্ষিন শেষে পুনরায় ইনস্টিটিউটে এসে মিলিত হয়।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান অনিমেষ চন্দ্র শুভ্রদয়, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান নুরুস সামস চৌধুরী, কনস্ট্রাকশন বিভাগের বিভাগীয় প্রধান খোরশেদ আলম, বিভাগীয় প্রধান (ননটেক) হুমায়ুন কবির, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক শেখ সজিব, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য আরিয়ান ইসলাম, অভি মজুমদার, সাইফুল ইসলাম মনির, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাহামুদুল হাসান, সদস্য সৈয়দ রবিউল ইসলাম, ইফতি, আব্দুল্লাহ ফাহিম, নাফিসুর রহমান তামিমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ এপ্রিল ২০২৪