Home / চাঁদপুর / চাঁদপুর পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধন
পরিবহন

চাঁদপুর পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধন

চাঁদপুর বিআরটিসির অনুমোদন থাকা সত্ত্বেও কুমিল্লা-আশ্রাফপুর বাস টার্মিনাল থেকে আইদি পরিবহনের বাস চলাচলে বেআইনি বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

এর প্রতিবাদে আজ বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের ৩০ আগস্ট চাঁদপুর জেলা যাত্রী ও পরিবহন কমিটির সভায় কুমিল্লা রুটে ৭টি এসি ও ৭টি নন-এসি বাস পরিচালনার অনুমোদন দেওয়া হয়। তবে, কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ থেকে এখনো অনাপত্তি পত্র দেওয়া হয়নি।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই বোগদাদ নামের একটি বাস কোম্পানি কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচল করছে। এ বিষয়ে দায়ের করা রিট মামলার নিষেধাজ্ঞা হাইকোর্ট প্রত্যাহার করেছেন এবং বর্তমানে কোনো মামলা চলমান নেই।

মানববন্ধন থেকে ২২ ডিসেম্বরের মধ্যে অনাপত্তি পত্র না দিলে চাঁদপুর বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২১ ডিসেম্বর ২০২৫