চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির বেহাল দশা

চাঁদপুর বড় স্টেশন মাদ্রাসা রোডের লঞ্চ ঘাটে বিআই ডব্লিউটি’র একটি অকেজো যাত্রী বিশ্রামাগার ছিলো। প্রায় ২০ বছর পূর্বে বড়স্টেশন লঞ্চ ঘাটে পুলিশ ফাঁড়িটি নদীভাঙ্গনের কারণে স্থানান্তর করা হয়।

নৌ-পুলিশের থাকার মতো নির্ধারিত কোনো ব্রাক না থাকায় ওই স্থানটি একসময় নৌ-পুলিশ ফাঁড়িতে পরিণত হয়।

বর্তমানে এ ফাঁড়িতে উপপপরিদর্শক পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত ইনর্চাজ ১জন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ৪ জন, এটিএসআই ১ জন ও ২১ জন কন্সটেবল রয়েছে।

এসব সদস্যরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্যে দিন অতিবাহিত করছেন। একটু বৃষ্টি বা ঝড় হলে ব্রাকে থাকা যায় না। চালের টিনগুলি জরাজীর্ণ ও দরজা-জানালার অধিকাংশই ভাঙা।

এ ব্যাপারে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা সারাদিন পরিশ্রমের পরে নিজেদের থাকার কক্ষে অবস্থানের করতে পারি না। বৃষ্টির পানিতে ব্রাকে থাকা কাপড়, ইউনিফর্ম মোবাইল ও প্রয়োজনীয় কাগজ পত্র প্রায়ই নষ্ট হয়ে যায়।’

নদী বন্দর চাঁদপুরের নিরাপত্তা ও নৌ পথের অপরাধ দমনে নিয়োজিত নৌ- পুলিশের থাকার স্থানটি মেরামত জরুরি।

প্রতিবেদক- মো. জাবেদ হোসেন

Share