চাঁদপুর

চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে ৪ জেলেকে অর্থদণ্ড

চাঁদপুর নৌ-পুলিশের সহযোগী হরিনা ফেরীঘাট ফাড়ি পুলিশ মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করেছে।

বুধবার (১৮ এপ্রিল) বিকেলে ফেরী ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা মেঘনায় জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে।

এ সময় ১০নং লক্ষ¥ীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার মোঃ সেলিম (৩৪), মোঃ দুলাল মল্লিক (৩০), মোঃ লোকমান মল্লিক (৩০), মোঃ আবদুল খালেক (২৮) কে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল সহ আটক করে।

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনি ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৪ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে।

ভবিষ্যতে তারা জাটকা ও মা ইলিশ রক্ষার মৌসুমে নদীতে মাছ শিকার করবে না মর্মে অঙ্গীকার করে।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক

Share