Home / চাঁদপুর / চাঁদপুর নৌ-পুলিশের অভিযান : জেলের কারাদন্ড
চাঁদপুর নৌ-পুলিশের অভিযান : জেলের কারাদন্ড
ফাইল ছবি

চাঁদপুর নৌ-পুলিশের অভিযান : জেলের কারাদন্ড

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ১ জেলেকে আটক করা হয়েছে।

২০ মার্চ রোববার অভিযান চালিয়ে উত্তর শ্রীরামদী টিলাবাড়ির এলাকার নদীরপাড় থেকে নৌ-পুলিশের ইনচার্জ শহীদুল ইসলাম নেতৃত্বে এএসআই মুনসুর হেলাল, এএসআই জসিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই জেলেকে আটক করা হয়।

তার কাছ থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও জাটকাগুলো গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

জেলা নৌ-পুলিশ সূত্রে জানা যায়, টিলাবাড়ি এলাকার নদীর পাড়ে মৃত জিন্নত আলী বেপারীর ছেলে নূর মোহাম্মদ বেপারী (৫৫) কে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় নদী থেকে মাছ শিকার শেষে নদীর পাড়ে আসলে তাকে ৬ হাজার মিটার কারেন্ট জাল, ৪০ কেজি জাটকা সহ আটক করা হয়। পরে দুপুর ১ টায় ভ্রামম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ মোঃ কামাল চৌধুরী তাকে দু’বছর কারাদন্ড প্রদান করেন।

||আপডেট: ০৮:৫৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর