প্রায় ৬০ ঘণ্টা পর চাঁদপুরের সব নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ৯টা ১৫ মিনিট থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
এর আগে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর চাঁদপুরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ-পথের দুর্ঘটনা এড়াতে গত ১২ মে রাত ১০টা থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, ভোলা, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, লক্ষ্মীপুরসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিইটিএ।
চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করে যাওয়ায় বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের নির্দেশে প্রায় ৬০ ঘণ্টা পর ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর নৌ পথের লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট,১৫ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur