Home / চাঁদপুর / চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের শোক
নাগরিক

চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের শোক

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা এবং শোক প্রকাশ করছে নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখা।

এক শোক বার্তায় চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক গিয়াসউদ্দিন কানন এবং সদস্য সচিব রোটারিয়ান মাসুদ হাসান বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক প্রভাবশালী ও আপসহীন নেতৃত্ব। এদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি আমৃত্যু লড়াই সংগ্রাম করে গেছেন। বার কারাভোগ করেও বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপসহীন ছিলেন। বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন।‌ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন হিসেবে রাষ্ট্রে এবং রাজনৈতিক অঙ্গনে নারীর নেতৃত্বকে দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রকামী নেত্রীকে হারাল। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। জাতির এই দুঃসময়ে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)