চাঁদপুর সদর

চাঁদপুর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন চেক বিতরণ

চাঁদপুরে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও পুনর্বাসনের চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে চাঁদপুর হরিসভা মন্দির এলাকা মেঘনানদীর পাড়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ত্রাণ ও পুনর্বাসন চেক বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের জন্যে প্রয়োজনীয় উপকরণের জন্যে যতটুকু ব্যবস্থা প্রয়োজন তা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্তদের ঢেউটিন টাকা, চাল, বস্ত্রসহ যা প্রয়োজন তা দেয়া হবে।”

তিনি আরো বলেন, “এর মধ্যে যে সকল ক্ষতিগ্রস্ত বাদ পড়েছে তাদেরকেও প্রয়োজনীয় উপকরণ ব্যবস্থা করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রফিকুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান চাকমা, পৌর প্যানেল মেয়র মোঃ সিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর চেম্বার অব কমার্স পরিচালক তমাল কুমার ঘোষ, হরিসভা মন্দিরের সভাপতি ওমেশ চন্দ্র সাহা, স্কুল মন্দিরের অধ্যক্ষ বিশাল প্রভু প্রমুখ।

আপডেট: ০৯:১২ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৫, রোববার,

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share