হিন্দু সম্প্রদায়ের আষাঢ়ের উল্টো রথযাত্রা বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে চাঁদপুর নতুনবাজার মেথারোডস্থ শ্রী শ্রী দূর্গ মন্দির প্রাঙ্গন থেকে গোপল জিউর আখড়া মন্দির থেকে বের হয়। রথটি পুরো শহর প্রদক্ষিণ করে গোপল জিউর আখড়া মন্দিরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইনডাস্ট্রিজের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জগন্নাথ মন্দিরের আজীবন সদস্য গোপাল চন্দ্র সাহা, কন্ঠশিল্পী রূপালী চম্পক, গোপল জিউর আখড়া মন্দির কমিটির সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক চির রঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক বাপ্পি পাল, অর্থ সম্পাদক ডা. মনোরঞ্জন ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক পীযূষ কান্তি রায় চৌধুরী, প্রচার সম্পাদক স্বপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা রোহিপদ সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা সহ ভক্তবৃন্দ।