ফুল বা উপহার না আনার অনুরোধ চাঁদপুরের নতুন ডিসির

চাঁদপুর নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ নাজমুল ইসলাম সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি ২৩ তম জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে যোগদান করেন।

২৯তম বিসিএসে মেধা তালিকায় ৪৫তম স্থান অর্জনকারী এই কর্মকর্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরেই।

বুধবার (১৯ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দেখা যায় বিভিন্ন সংগঠন, সংস্থা এবং ব্যক্তিরা ফুলের শুভেচ্ছা এবং উপহার নিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে চাইলে তিনি তা গ্রহণ করেননি।

চাঁদপুরবাসীকে জেলা প্রশাসকের কার্যালয়ে আগমনের আমন্ত্রণ জানিয়ে তিনি অনুরোধ করেন, কেউ যেন ফুল বা উপহার না আনেন। তিনি জানান, গিফট গ্রহণ না করার নীতি তিনি বহু বছর ধরে অনুসরণ করছেন। আমার দপ্তরে এসে ফুল অথবা গিফটের জন্য টাকা খরচ না করে সেই টাকাটা আপনারা মসজিদ-মাদ্রাসা অথবা একজন অসহায় ব্যক্তিকে দান করুন। দোয়াই আমার জন্য যথেষ্ট। সবার সহযোগিতা ও দোয়া চাই।

আরও পড়ুন…  ঐতিহ্যবাহী চাঁদপুরকে চাঁদনগরে রুপান্তর করা সম্ভব: নবাগত ডিসি

জানা গেছে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ–দানে যুক্ত থাকা এই কর্মকর্তা বলেন, হয়রানিমুক্ত ও স্বল্প খরচে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন জানিয়ে তিনি বলেন, নিজে দুর্নীতি করি না, অন্যকে করতে দিই না। একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফিরবো।

নিজের ব্যক্তিজীবন সম্পর্কে জেলা প্রশাসক ব‌লেন, আ‌মার বা‌ড়ি গাজীপুর আর শ্বশুড়বা‌ড়ি পাবনা এ দুই জেলা ছাড়া সকল জেলায় যে‌তে আ‌মি প্রস্তুত। আমার বাবা বে‌চে নেই মা জী‌বিত আ‌ছেন। আ‌মি ১৪ বছ‌রের ১৭‌টি ইউ‌নি‌টে কাজ ক‌রে‌ছি। প্রধান উপ‌দেষ্টার দপ্ত‌রের ৬ মা‌সের অ‌ধিক কাজ ক‌রেছি। আ‌মি চাঁদপু‌রে চার‌টি ব্রিব‌কেস নি‌য়ে এ‌সে‌ছি আ‌মি এ চার‌টি ব্রিব‌কেস আর আপনাদের ভালোবাসা নিয়েই চাঁদপুর থে‌কে যে‌তে চাই। আ‌মি আমার স্ত্রী‌কে ব‌লে‌ছি আগামী ম‌নে কর‌বে আ‌মি বি‌দেশ চ‌লে গে‌ছি। আজ ফজ‌রের নামাজ প‌রে চাঁদপুর প‌রিক্রমা ক‌রে‌ছি যে‌দিন যাব সেদিনও নামাজ আদায় ক‌রে বিদায় নিবো।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৯ নভম্বর ২০২৫