চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় সহ¯্রাধিক রোজাদারকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শনিবার চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে রেল গেইট মুন্সি বাড়ি সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে ১শ তম কোরআন খতম করা হয়।
দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছোট সুন্দর আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ মোঃ হাবিবুর রহমান, নানুপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মজিবুর রহমান, চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় শিক্ষক মুফতি আবুল হাসান প্রমুখ। হামদ-নাত পরিবেশন করে মাদ্রাসার ছাত্রবৃন্দ।
মাদ্রাসার শিক্ষক গাজী মোঃ ওছমান ফারুকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির মাওঃ ফজলুল কবীর পাটওয়ারী, জমইয়াতে হিযবুল্লাহর জেলা সদস্য মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক ও যুগ্ম সম্পাদক বিএম জাকির, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব আঃ মতিন মিয়া ও আলহাজ্ব হাসান আলী ভূঁইয়া, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অফিস প্রধান মোঃ সফিউল আলম, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মোঃ জহিরুল হক, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসাইন, আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, মুফতি এস এম জাকির, ছাত্র হিযবুল্লাহ জেলা সভাপতি মুহাম্মদ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ দ্বীন ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা জিএম রাকিব হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খান, মোঃ জহিরুল ইসলাম কাজীসহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ-কিয়াম পরিচালনা করেন ছাত্র হিযবুল্লাহ জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur