চাঁদপুর

দৈনিক চাঁদপুর দিগন্তের আয়োজনে ইফতার মাহফিল

চাঁদপুর জেলার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর দিগন্তের আয়োজনে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সোমবার(১৯ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনয়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন, চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশন চেয়ারম্যান ও উপদেষ্ট সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, কুরআনের আলোকে মুত্তাকী জীবন গঠন করাই রমযানের প্রধান শিক্ষা। কুরআন নাযিলের এই মাসে সকলেই কুরআন বুঝা ও কুরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজ গঠন করা অপরিহার্য কর্তব্য। কুরআনের যথাযথ শিক্ষার অভাবে সমাজে নানা অসঙ্গতি দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, সাংবাদিকতায় নৈতিকতায় সৃষ্টিতে চাঁদপুর দিগন্ত যুগান্তকারী ভূমিকা পালন করছে। নানা প্রতিকূলতা উপেক্ষা করে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।

স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া।

অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সেক্রেটারী জি এম শাহীন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদি, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর প্রবাহের যুগ্ম-সম্পাদক হাসান মাহমুদ, অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের সহ- সম্পদক আব্দুল গনি, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম-সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারীর।

পবিত্র রমজানে শিক্ষা নিয়ে আলোচনা করেন মদিনা বিশ^বিদ্যালয়ের মোবাল্লেগ আ ন ম নরুর রহমান মাদানী, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যাপক মাওলান সোহেল আহমেদ চিশতী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা এ বি এম আউয়াল পাটওয়ারী, দুর্বার নিউজ ২৪ ডট কম সম্পাদক বি এম হারুন আর-রশিদ, শিক্ষাবিদ জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক ইলশে পাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন,বিশিষ্ট ব্যবসায়ী এম আই মমিন খান, দিগন্তের সহকারী স¤পাদক সিহাবুদ্দিন সেলিম, ব্যবস্থাপনা সম্পাদক শাহজাহান খান, মতলব প্রেসক্লাবের সেক্রেটারী গোলাম নবী খোকন, ওয়াহিদুর রহমান উৎপল, দৈনিক চাঁদপুর সময়ের সম্পাদক এম কে এরশাদ অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের প্রধান বার্তা সম্পাদক মুসাদ্দেক আল আকিব, সহকারী বার্ত সম্পাদক আহম্মদ উল্যাহ।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ গফুর। হামদ পরিবেশন করেন যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ হোসাইন। ইসলামী গান পরিবেশন করেন আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন এন টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান, ফটো জার্নালিস্টের সাধারণ সম্পাদক ইয়াছিন ইকরাম, সহ-সভাপতি জামাল আহমেদ আখন্দ, সুদিপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর সংবাদের কামরুল ইসলাম, চাঁদপুর বার্তার শেখ আল মামুন। দৈনিক চাঁদপুর দিগন্তের জি এম এমরান, আবু সুফিয়ান, এম এ ইদ্রীস, মুহাম্মদ রেজাউল করিম, বাদশা, শাহাদাতসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪৫ এএম, ২০ জুন ২০১৭, মঙ্গলবার
এইউ

Share