চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথগ্রহণ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রেজিস্টার মোস্তাক আহমেদ।
সদর উপজেলা দলিল লিখক সমিতির আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম বাবুল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দলিল লিখক সমিতির আহ্বায়ক আ. গাফ্ফার, সদর থানা দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মোস্তফা খান, মতলব দক্ষিণ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি গোলাম হোসেন জীবন, মতলব উত্তর শখার সাধারণ সম্পাদক রতন প্রধানীয়া, চিতশী সাব রেজিস্ট্রি অফিসের মোশারফ হোসেন, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে জেলা রেজিস্টার মোস্তাক আহমেদ বলেন, ‘আজকে যে সকল নির্বাচিত নেতৃবৃন্দরা শপথ নিচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে, শপথের প্রতিটি বাক্য আপনারা মনে এবং মস্তিস্কে স্থান দিবেন। এটি একটি জনসেবামূলক সংগঠন। আমাদের মনে রাখতে হবে এখানে যারাই সেবা নিতে আসে তারা সবাই দেশের জনগণ। সেবাগ্রহীতারা যদি এখানে না আসে তবে আমারা বেকার হয়ে যাবো।’
দলিল লিখকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘যিনি যে দলিল লিখতে আসে তাকে সেই দলিল লিখে দিবেন। কোনো অবস্থাতেই কাউকে ভুল পথে নেয়ার চেষ্টা করবেন না। মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। মানুষকে সুন্দর এবং সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবেন। কারো আমানতের খেয়ানত করবেন না। যতটুকু জানেন ততটুকু মানুষকে জানাবেন। কোনো বিষয়ে না বুঝলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা নিবেন। মানুষকে সঠিক সেবা দিলে হাশরের মাঠে আল্লাহ আপনাদের এরচেয়ে বড় উপহার দিবেন।’
শপথ নেয়া সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মজিবুর রহমান খান, সহ-সভাপতি আ. রশীদ বেপারী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উল্যাহ মিয়াজী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান মানিক, দপ্তর সম্পাদক হানিফ আখন্দ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, সদস্য মহসিন পাটোয়ারী, হুমায়ুন কবির, শাহালম খান।