গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর থেকে সব রুটে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার (৩০ মে) বেলা পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা বশির আলী খান।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকালে প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ করা হয়। পরে আবহাওয়ার অবনতি হলে বিকেল থেকে চাঁদপুরের সঙ্গে নৌপথে সারা দেশের লঞ্চ যোগাযোগ বন্ধ রাখা সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হয়।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০ থেকে সব রুটে লঞ্চ চলাচলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আজকে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, শুক্রবার গতকাল সকাল ৫টা থেকে সন্ধ্যা আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর জেলায় ২৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট,৩০ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur