ধর্মঘটের কারণে টানা ২৪ ঘন্টা বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে, নৌপথে চাঁদপুর-ঢাকাসহ অন্যান্য রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
গত মধ্যরাত থেকে আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত চাঁদপুর থেকে বিভিন্ন রুটে অন্তত ১০টি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর ত্যাগ করেছে। দিনের অন্য সময় আরো ২৫টি লঞ্চ চাঁদপুর টার্মিনাল ত্যাগ করার কথা রয়েছে।
যাত্রীরা বলেছেন, নিজেদের স্বার্থের জন্য এভাবে ধর্মঘট করে লঞ্চ স্টাফরা ঠিক করেননি। এতে তাদের অনেক ভোগান্তি হয়েছে। নতুন করে এমন দুর্ভোগে আর পড়তে চান না তারা।
অন্যদিকে, লঞ্চ চালকরা বলেছেন, তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেবার ফলে পুরোদমে কাজে ফিরেছেন তারা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, চাঁদপুর শাখার সভাপতি হারুনুর রশিদ জানান, সরকার ও মালিক পক্ষ তাদের ১১ দফা বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা।
বার্তা কক্ষ,০১ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur