চাঁদাবাজি বন্ধ, বর্ধিত বেতন,নিয়োগপত্র ও খাবার ভাতাসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরসহ সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।।নৌ ধর্মঘটের ফলে চাঁদপুর থেকে নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে ১১ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছি। লঞ্চ মালিকপক্ষ শুধু আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করেনি। গত বুধবারও সরকারের প্রতিনিধির সঙ্গে বসেছিলাম,কিন্তু আবারও আশ্বাস।
চাঁদপুর লঞ্চ সুপারভাইজার আলী আজগর জানান, নৌ শ্রমিকরা আবারও ধর্মঘটের ডাক দিয়েছে। রাত ১২ পূর্বের সকল লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে গেছে। নৌযান শ্রমিক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর থেকে রাত ১২টা ১ মিনিটের পর থেকে আর কোন লঞ্চ ছেড়ে যায়নি।
এ বিষয়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সারাদেশে ১১ দফা দাবিতে নৌ শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। এ বিষয়ে আমাদেরকে অবগত করা হয়েছে। চাঁদপুরে রাত ১২টা ১ মিনিট থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। আমি নৌপুলিশ ও মডেল থানা পুলিশকে যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেখার কথা বলেছি।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur