Home / চাঁদপুর / চাঁদপুর থেকে যাত্রীবাহী সব লঞ্চ চলাচল বন্ধ
launch
ফাইল ছবি

চাঁদপুর থেকে যাত্রীবাহী সব লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর থেকে ঢাকাগামী সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তার কার্যালয় থেকে লঞ্চ মালিক পক্ষকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সে আলোকে রাত ৯টা থেকে যেসব লঞ্চ ঢাকার উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো বন্ধ থাকবে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে চাঁদপুরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীবাহী সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

তিনি আরো জানান, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা এমভি সোনারতরী লঞ্চটি কাঠপট্টি এলাকায় এবং এমভি ঈগল লঞ্চ মুন্সীগঞ্জে নিরাপদে আশ্রয় নিয়েছে।

এসব লঞ্চের যাত্রীরাও নিরাপদে রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply