চাঁদপুরের মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া অাড়ং বাজার এলাকায় অজ্ঞাত মহিলার(৫০) রক্তাক্ত লাশ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধায় বরদিয়া অাড়ং বাজারের স্টীলের ব্রীজ সংলগ্নে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা।
সাথে সাথে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল জানার সাথে সাথে তিনি থানার ওসিকে সংবাদ দেন।তবে মহিলার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত দেখে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে স্থানীয় লোকজন ধারনা করছেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল চাঁদপুর টাইমসকে বলেন, মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি। মনে হচ্ছে কোনো গাড়ী চাপায় মহিলার মৃত্যু হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য জানা যায়নি।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur