চাঁদপুর

চাঁদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকারসহ আটক ২

চাঁদপুর থেকে চুরি হয়ে যাওয়া বিপুল গহণা কুমিল্লার চান্দিনা বাজারের একটি দোকান থেকে উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্স এ অভিযান চালিয়ে ৫০ ভরি স্বর্ণ ও ২শ’৩৮ ভরি রোপা উদ্ধার করা হয়।

চোরাই স্বর্ণ ক্রয় ও গচ্ছিত রাখার অভিযোগে দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলো : অমল দেবনাথ ও ইসমাইল হোসেন। এদের দু’জনের বাড়ি কুমিল্লার চান্দিনা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের জানান, গতবছরের ১৮ ডিসেম্বর চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার নিঝুম ভিলায় চুরি হয়। এ ঘটনায় ওই বাসার ভাড়াটিয়া সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে শুরু করে। শনিবার বিকেলে প্রথমে ইসমাইল হোসেনকে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যের সূত্রধরেই চান্দিনা বাজারে ভাই ভাই জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে অমলকে স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মোবাইল ও গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
৪ ফেব্রুয়ারি ২০১৯

Share