৯ আগস্ট রোববার রাতে চাঁদপুর থেকে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার হয়েছে। সোমবার গ্রেপ্তারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান কুমিল্লার র্যাব ১১- সিপিসি-২ এর সিনিয়র এএসআই মহিতুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আমির হোসেন (৩৬) সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার আলীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এবং ২৭ মে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার আলীপুর গ্রামের আমির হোসেন তার পরিত্যাক্ত টিনশেডের বসত ঘরে রেখে এক গার্মেন্টসকর্মীকে (২০) জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষক আমির হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
বার্তা কক্ষ, ১০ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur